টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
Published 23 Dec, 2025
টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক
আমি আজকে টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড নিয়ে লিখবো। সেগুলো হল-
- জানাস লিকুইড ম্যাট লিপস্টিক।
- নিরভানা কালার ম্যাট লিকুইড লিপস্টিক।
- ফ্লোরমার সুপারম্যাট লিপস্টিক।
- লাফজ হালাল লিপস্টিক।
- ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মেগালাস্ট লিপ কালার।
- নিকা কে নিউ ইয়র্ক ট্রু ম্যাট লিপস্টিক।
তাহলে চলুন জেনে নেয়া যাক এই ব্র্যান্ডগুলোর কিছু লিপস্টিক সম্পর্কে!
জানাস লিকুইড ম্যাট লিপস্টিক
প্রথমেই, আমি যে বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ডটির নাম সম্পর্কে বলবো, সেটি হচ্ছে জানাস লিকুইড ম্যাট লিপস্টিক। জানাস USA এর একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের যে বিষয়টি আমার তুলনামূলকভাবে ভালো লেগেছে সেটি হল; লিপস্টিক শেডে আছে অনেক ভ্যারিয়েশন, তাই কোন শেডই আপনার অপছন্দ হবে না। অন্তত আমার কাছে সব শেডই বেশ ভালো লেগেছে।

জানাস লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করে আমি যা যা বুঝতে পেরেছি-
- ফর্মুলা আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠোঁটে দিলে একদমই আঠালো লাগেনা। এছাড়াও ক্র্যাক করেনা।
- লাইটওয়েট, ক্যাজুয়াল লুকের জন্য পারফেক্ট!
- খুব সুন্দর টেক্সচার। খুবই ভালো পিগমেন্টেশন দেয়।
- অ্যাপ্লিক্যাটরটা ইউজার ফ্রেন্ডলি। তাই খুব সহজে ঠোঁটে অ্যাপ্লাই করা যায়।
- খুব সুন্দরভাবে ঠোঁটে ম্যাট ফিনিশিং দেয়।
- ম্যাট ফিনিশিং দেয়া সত্ত্বেও ঠোঁটকে ময়েশ্চারাইজড রাখে।
- অনেক সময় দেখা যায়, সুপার ম্যাট বা এক্সট্রিম ম্যাট লিপস্টিক গুলো সহজেই ক্র্যাক করে। কিন্তু; জানাসের লিপ্সটিকের ক্ষেত্রে এটা একদমই হয় না।
- আরেকটি ভালো দিক হচ্ছে, আমার ঠোঁটে এটি দীর্ঘক্ষণ ছিল। তেল জাতীয় খাবার খাওয়ার পরও ওয়াইপ আউট হয় নি।
- চকলেটি স্মেল।
জানাসের আছে ৮ টি শেড- ন্যান্সি, মেলানিয়া, বারবারা, এলিজাবেথ, মাইকেল, লরা, হিলারি এবং রোজালিন। এই ব্র্যান্ডের লিপস্টিকের দাম একটু বেশি হলেও বেশ ভালো ফর্মুলা দিয়ে তৈরি। আমি সাজগোজ থেকে সেলের সময় ডিস্ককাউন্ট দিয়ে কিনেছিলাম। আপনারাও চাইলে সেলে ডিস্কাউন্ট দিলে নিয়ে নিতে পারেন। এতে করে দাম থাকবে হাতের নাগালেই!
নিরভানা কালার ম্যাট লিকুইড লিপস্টিক
জানাস লিকুইড ম্যাট লিপস্টিক পর আমি যে ব্র্যান্ডটিকে বেশি প্রায়োরিটি দিবো সেটি হল নিরভানা কালার ম্যাট লিকুইড লিপস্টিক। বাজেট ফ্রেন্ডলি যদি কোন লিকুইড লিপস্টিক খুঁজি, তবে আমার পছন্দের লিস্টে আছে আরও একটি নাম। সেটি হল নিরভানা ব্র্যান্ডের কালার ম্যাট লিকুইড লিপস্টিক। কম বাজেটের মধ্যে সেরা একটি ব্র্যান্ড।

এই ব্র্যান্ডের আছে ৬টি ভিন্ন শেড। হট চিলি পিপার, মুন সাফারি, অ্যানারচিস্ট, নটি গার্ল, ওমানিটি, রোমান্টিকা। টিনেজ ক্যাজুয়াল লুকের জন্য প্রতিটা শেডই বেশ সুন্দরভাবে মানিয়ে যাবে। শুধুমাত্র ক্যাজুয়াল লুকই না; যেকোনো গর্জিয়াস পার্টি লুকের সাথে মানানসই এর যেকোনো শেড।
এছাড়াও; এটি ওয়ার্ম বা নিউট্রাল স্কিনের জন্য পারফেক্ট। যেকোনো বয়সী নারী নিরভানা কালার ম্যাট লিকুইড লিপস্টিক ব্যবহার করতে পাবেন। শুধুমাত্র ক্যাজুয়াল লুকই না; যেকোনো গর্জিয়াস পার্টি লুকের সাথে মানানসই এর যেকোনো শেড।
- বাজেট ফ্রেন্ডলি। দাম অনুযায়ী বেশ ভালো পিগমেন্টেশন দেয়।
- স্মুথ টেক্সচার।
- ক্র্যাক করে না।
- লং লাস্টিং।
- ভেলভেটি ম্যাট ফিনিশ দেয়।
- লাইটওয়েট, ঠোঁটে দিলে একদমই হেভি ফিল হয় না।
- ঠোঁটে মাখনের মত বসে যায়।
- খুব হালকা ভ্যানিলা স্মেল।
- ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিক্যাটর। ঠোঁটে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন।
Mobile Phone
Electronics & Gadgets
Mobile Accessories
Beauty & Personal Care
Women’s Fashion
Men’s Fashion
Watches & Accessorie
Computer & Office Accessories